বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, ভিন্নমতসহ সঠিক তথ্য, ধারণা এবং মতামতের অবাধ প্রবাহ, স্বচ্ছ ও জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের জন্য অপরিহার্য।
তিনি ই-মেইলে এই প্রতিনিধির পাঠানো প্রশ্নের উত্তরে গতকাল এ কথা বলেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে আমরা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলমান কাজ অব্যাহত রাখব।
ভিন্নমত পোষণকারী শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে কথিত হত্যা মামলা দায়ের করা এবং তদন্তের আগেই গ্রেপ্তার, গণমাধ্যমগুলোর ভীতিকর অবস্থায় পড়া এবং তারা সত্য প্রকাশে সাহসী না হওয়ার বিষয়ে তিনি বলেছেন, আমরা এ ধরনের অভিযোগ সম্পর্কে সজাগ রয়েছি। আমরা সব ব্যক্তির জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জোরালোভাবে আহ্বান জানাতে চাই, যাতে সাংবাদিকরা তাদের প্রয়োজনীয় কাজ স্বাধীনভাবে এবং প্রতিশোধের ভয় ছাড়াই করতে পারেন।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতা দেখিয়েছে। বাংলাদেশে এই বিপুলসংখ্যক শরণার্থী অবস্থানের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানবিক সহায়তার একক বৃহত্তম দাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী এবং তাদের স্বাগতিক সম্প্রদায়ের সদস্যদের সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যদেরও এই প্রচেষ্টায় অংশ নিতে স্বাগত জানায়।