পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘লুক পোস্টার’ প্রকাশ্যে এসেছে। পোস্টারটি ফেসবুকে প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লিখেছেন- "রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।"
পোস্টারে ফারিণকে দেখা গেছে এক হাতে গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। তিনি পরে আছেন খয়েরি রংয়ের পোশাক, পায়ে হাই হিল। চারপাশে লাল রঙের আভা, মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।
পোস্টারে অভিনেত্রীর চরিত্রে প্রেম ও সহিংসতার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। পরিচালক সমদ্দার বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য।
তিনি জানান, আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন।
ঈদে মুক্তি দিতে ইনসাফের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশেই হয়েছে ইনসাফ সিনেমার শুটিং। 'ইনসাফ' সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম, শরিফুল রাজ। তাদের লুক পোস্টার প্রকাশ পেয়েছে আরও আগেই। তিন পোস্টারেই অভিনয়শিল্পীদের হাতে রক্তমাখা কুড়াল দেখা গেছে।
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ