পেহেলগামের পর্যটক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে পরিচালিত সামরিক অভিযানে উত্তপ্ত ভারত-পাকিস্তান। এক রাতের মধ্যে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি হয়েছে অন্তত ৭০ জনের। দাবি ভারতের।যদিও পাকিস্তান দাবি করছে নিহত ২৬। এই ঘটনায় দুই দেশের শোবিজ অঙ্গন থেকেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতের তারকারা বলছেন ‘জয় হিন্দ’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছেন, ‘ওরা বলেছিল মোদিকে বলে দিও... আর মোদি দেখিয়ে দিয়েছে।’ সেনাদের সুস্থতা কামনা করে বলেন, ‘ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক।’
প্রবীণ অভিনেতা অনুপম খের, চিরঞ্জীবী, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, পরিচালক মধুর ভান্ডারকর, কাজল আগরওয়াল, তাপসী পান্নুসহ অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় সরাসরি সমর্থন জানিয়েছেন ‘অপারেশন সিঁদুর’-এর। কারও পোস্টে ছিল ‘জয় হিন্দ’, কেউ লিখেছেন ‘ভারত মাতা কি জয়’।
পাকিস্তানি তারকারা বলছেন ‘কাপুরুষতা’
অন্যদিকে, পাকিস্তানের তারকারা একে দেখছেন ‘কাপুরুষের মতো কাজ’ হিসেবে। অভিনেত্রী মাহিরা খান লিখেছেন, ‘ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে। সাধারণ মানুষগুলো প্রাণ হারাল। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।’ হানিয়া আমির বলেন, ‘একজন শিশু মারা গেছেন, তার পরিবারও ভুগছে। নিরপরাধ মানুষের ওপর হামলা কাপুরষতা, এটাকে শক্তি বলে না।’
ফাওয়াদ খান নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
নচিকেতার ভিন্ন সুর: যুদ্ধ মানেই মুনাফার খেলা
ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘সব যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ থাকে। সব যুদ্ধ স্পনসর করা! আমি প্রমাণ করে দেব।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে গায়ক বলেন, ‘যুদ্ধ মানেই মুনাফার খেলা, কাদের মুনাফা তা বুদ্ধিমানরাই বুঝে নেন।’
বিডি প্রতিদিন/আশিক