নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ বসেছে ফ্যাশনের সবচেয়ে গ্ল্যামারাস রাত মেট গালা ২০২৫। এই বছর, বলিউডের বাদশা শাহরুখ খান সেখানে প্রথম ভারতীয় হিসেবে হাজির হয়ে সাড়া ফেলে দিলেন বিশ্বজুড়ে। একেবারে রাজকীয় ভঙ্গিমায় রেড কার্পেটে প্রবেশ করে, নিজেই নিজের পরিচয় দিয়ে চমকে দিলেন উপস্থিত সবাইকে।
৫৯ বছর বয়সী এই তারকা পরেছিলেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা পোশাক। থিম ছিল ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। তার পোশাকের বিশেষত্ব ছিল 'তাসমানিয়ান সুপারফাইন উল'-এ তৈরি লম্বা কোট, মনোগ্রাম করা 'জাপানি হর্ন বোতাম', এবং হাতে থাকা ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ – যা তৈরি হয়েছে ১৮ ক্যারেট সোনা, ট্যুরমালাইন, নীলকান্তমণি এবং পুরোনো খনি থেকে সংগৃহীত হীরার সংমিশ্রণে। গলায় পরেছিলেন 'K' অক্ষর খচিত নেকলেস, যা তার বলিউডের 'কিং' ইমেজকে শ্রদ্ধা জানায়।
রেড কার্পেটে হাঁটার সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক বিদেশি সাংবাদিক শাহরুখকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি একটু অবাক হয়ে হেসে বলেন, 'হাই, আমি শাহরুখ।' পরে তাকে পোশাক এবং ডিজাইনারের বিষয়ে বলতে বলা হলে, তিনি হাসিমুখে সব্যসাচীর নাম বলেন এবং পোশাকের পেছনের ভাবনা শেয়ার করেন।
ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়, মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ বলিউড তারকা হিসেবে উপস্থিত হয়ে কেমন লাগছে। উত্তরে বিনীতভাবে বলেন, 'আমি জানি না ইতিহাস তৈরি করছি কিনা, তবে আমি নার্ভাস, আমি এক্সসাইটেড আর সব্যসাচী আমাকে রাজি করিয়েছে এখানে আসতে।'
তিনি আরও বলেন, তার পরা পোশাকটি ছিল অত্যন্ত আরামদায়ক এবং এতে তিনি আত্মবিশ্বাসী এবং স্টাইলিশ অনুভব করছিলেন। বরাবরই কালো-সাদা পোশাকের প্রতি টান আছে তার, তাই এই লুক তার কাছে ছিল একদম পারফেক্ট।
বিডি প্রতিদিন/মুসা