গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। গতকাল সোমবার মুম্বাই-নাগপুর হাইওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে দুমড়েমুচড়ে যায় সোনালির গাড়ি।
স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়েই, দুর্ঘটনাস্থলে দ্রুত চলে যান সোনু। সেখানে পৌঁছে গাড়ির অবস্থার দেখে রীতিমতো ভয়ে কেঁপে ওঠেন তিনি।
সোনু জানিয়েছেন, তার স্ত্রীর শরীরে সামান্য আঘাত লেগেছে। তবে প্রথমে গাড়ির অবস্থা দেখে ভয়ই পেয়েছিলেন। তার স্ত্রী যে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন, তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সঙ্গে অনুরাগীদের গাড়ি চালানোর বিষয়ে সচেতনও করেছেন।
জানা গেছে, সোমবার রাতে মুম্বাই-নাগপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন সোনালি। সঙ্গে ছিলেন তার ভাগনে ও বোন। গাড়িটি চালাচ্ছিলেন তার ভাগনেই। হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর এতেই ঘটে দুর্ঘটনা। পরে তিনজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন সোনালিসহ তার বোন ও ভাগনে।
বিডি প্রতিদিন/কেএ