যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। প্রযোজনা প্রতিষ্ঠানও চাইছে খুব দ্রুত সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে।
সেই ধারাবাহিকতায় সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা। জানিয়েছে মুক্তির দিনক্ষণ। আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ওয়ার ২’।
যশ রাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার ২’-এর মুক্তির দিনক্ষণ জানিয়ে লিখেন, ‘এটা না বললেই নয়, আমরা ‘ওয়ার ২’-এর প্রমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহ প্রকাশ করেছেন, যা দেখে আমরা সত্যি আপ্লুত... চলতি বছরের ১৪ আগস্ট বিশ্বব্যাপী নানা প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে।’
অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন।
তার সঙ্গে আগের কিস্তিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। আর এবার এই ছবির সিক্যুয়েলে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরকে।
প্রসঙ্গত, ২০১২ সালে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ ছবির হাত ধরে যশ রাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের পথ চলা শুরু করেছিল। ছবিটি ব্যাপকভাবে বাণিজিক্য সাফল্য পাওয়ায় প্রযোজনা সংস্থা দুটি সিক্যুয়েল তৈরি করে।
একটি হলো ‘টাইগার জিন্দা হ্যায়’, যা ২০১৭ সালে মুক্তি পায়। আর একটি হলো ‘টাইগার ৩’। এই ছবিটি ২০২৩ সালে মুক্তি পায়।
তবে শুরু থেকেই স্পাই ইউনিভার্স তৈরির তেমন কোনও পরিকল্পনা ছিল না প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তারপর ২০১৯ সালে মুক্তি পায় টাইগার শ্রফ ও হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’।
এরপর ২০২৩ সালে যখন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ মুক্তি পায়, তখন জানা যায় এই ছবিগুলো নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি হতে চলেছে।
এরপর ‘ওয়ার ২’ ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের ‘পাঠান ২’, সালমান ও শাহরুখ অভিনীত ‘টাইগার বনাম পাঠান’। তাছাড়াও প্রথম আসছে ‘আলফা’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরীকে। এটাই প্রথম নারী-পরিচালিত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হতে চলেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ