আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলটু থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫, যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে ‘নট আ ফিকশন’। এটি তিনটি অস্কার ও দুটি কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং উৎসবে অংশ নেওয়া একটি চলচ্চিত্র। সিনেমাটির ইউরোপীয় প্রিমিয়ার এই উৎসবে হবে। চলচ্চিত্রে প্রযোজক, পরিচালক ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শাহনেওয়াজ খান সিজু।
এই উৎসবের ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচটি সিনেমা মনোনয়ন পেয়েছে, যার মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশি চলচ্চিত্রটি স্থান পেয়েছে।
ইতোমধ্যে আমেরিকা, কানাডা ও লেবাননের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। প্রাগ উৎসবে এটি সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে পুরস্কারের জন্য এর লড়াই হবে ২০২৫ সালের অস্কারজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’-এর সঙ্গে।
এ বিষয়ে শাহনেওয়াজ খান সিজু বলেন, প্রাগ আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং। কাফকার শহর থেকে 'নট আ ফিকশন'-এর ইউরোপ যাত্রা শুরু হচ্ছে, ব্যাপারটা গা কাঁটা দেওয়ার মতো। এছাড়া একই উৎসবে অস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটাও বড় ব্যাপার। আশা করছি, মাস দুয়েকের মধ্যেই দেশ-বিদেশের সবাই দেখতে পারবেন আমার প্রথম সিনেমা 'নট আ ফিকশন'।
এবারের উৎসবে ৭২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে Berlinale 2024-এ প্রদর্শিত চেক সিনেমাগুলো, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কাতার ও মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সেরা চলচ্চিত্র বিভাগে ৭৫,০০০ চেক ক্রোনা (প্রায় ৩,০০০ ইউরো) এবং সেরা চিত্রনাট্যের জন্য ১,০০,০০০ চেক ক্রোনা (প্রায় ৪,০০০ ইউরো) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
‘নট আ ফিকশন’-এর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাদিয়া খালিদ রীতি ও লাইলি বেগম। সিনেমাটিতে অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ ও সৈয়দ তামুর হাসান। নির্বাহী প্রযোজক মোঃ আসিফ, সাউন্ড ডিজাইনার রিপন নাথ ও রনি সাজ্জাদ, কালার গ্রেডিং করেছেন রাশাদুজ্জামান সোহাগ, সম্পাদনায় লিওন রোজারিও ও তানভীর আহমেদ রনি। সহকারী পরিচালক ছিলেন মোঃ আমান খান ও আল আমিন সুমন।
বিডি প্রতিদিন/আশিক