পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পের দুটি সিনেমা। ‘জলে জ্বলে তারা’ ও ‘ময়না’ নামের সিনেমা দুইটি গত শুক্রবার থেকে দেখা যাচ্ছে ১১ ও ১৬টি প্রেক্ষাগৃহে।
অরুণ চৌধুরী নির্মিত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় উঠে এসেছে ‘তারা’ নামের এক মেয়ের জীবন। যে মেয়েটি সার্কাসে কাজ করে এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। তাদের জীবনের পথচলার নানা বাধাবিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম এবং তারা চরিত্রে মিথিলা। সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং হয়। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে। এ সিনেমায় দুটি গান রয়েছে। ‘তোকেই ভালোবাসি’ গানে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা ও আরেকটি গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ।
মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে ‘ময়না’ সিনেমা নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতার গল্প উঠে এসেছে সিনেমায়।
এই সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হলো অভিনেত্রী রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছেন চার জন অভিনেতা। তারা হলেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনাসহ অনেকে। বিশেষ চরিত্রে রয়েছেন শিশির সরদার, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ