নতুন বছরে ভারতের শোবিজ অঙ্গনে একের পর এক দুঃসংবাদ আসছে। ক’দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান টেলি অভিনেতা আমন জয়সওয়াল। এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন একই ইন্ডাস্ট্রির তারকা যোগেশ মহাজন। ৪৯ বছরে মৃত্যুবরণ করলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেতা।
জানা গেছে, রবিবার ‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকের সেটে অনুপস্থিত ছিলেন অভিনেতা। এতে তার সহকর্মী ও সেটের লোকজন চিন্তিত হয়ে পড়েন। তারা তড়িঘড়ি পৌঁছে যান অভিনেতার ফ্ল্যাটে। এরপর তারা দরজার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন। কলিং বেল টিপলেও সাড়া মেলেনি। এরপরই তারা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন; সেখানেই অচেতন অবস্থায় অভিনেতাকে উদ্ধার করেন সহকর্মীরা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অভিনেতার হৃদরোগে আক্রান্ত হয়ে বাসাতেই মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ