‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি পরিচালক ডেভিড লিঞ্চ আর নেই। পরিবারে তো বটেই, তবে শিল্পীর মৃত্যুতে বিশ্বের চলচ্চিত্রের ইতিহাসে বিরাট শূন্যতা তৈরি হল।’
মার্কিন এ নির্মাতার জন্ম ১৯৪৬ সালে। দীর্ঘদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন ‘টুইন পিকস’ খ্যাত এই পরিচালক। মাত্রাতিরিক্ত ধূমপানের জেরেই ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিচালকের। গেল বছরের আগস্ট মাসে পরিচালক নিজেই ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।
হলিউড ছবির ইতিহাসে ডেভিড লিঞ্চ একটি উল্লেখযোগ্য নাম। তার পরাবাস্তবাদী সিনেমা ‘মুলহল্যান্ড ড্রাইভ’ আজও সমান প্রাসঙ্গিক। তবে ‘টুইন পিকস’ সিরিজ-এর পরিচালক হিসেবে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ডেভিড। এছাড়া পরিচালকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’।
পরিচালক হিসেবে দীর্ঘ কেরিয়ারে ডেভিড তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তার শেষ বড় কাজ ছিল, ‘টুইন পিকস: দ্য রিটার্ন’। ২০১৭ সালে সম্প্রচারিত হয়েছিল এই সিরিজটি। তবে ষাটের দশকে শর্ট ফ্লিম বানানোর আগে ডেভিড চিত্রশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তার প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।
‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম।
বিডি-প্রতিদিন/বাজিত