নির্মিত হয়েছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘অগ্নিশিখা’ নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। এটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, বড়দা মিঠু, এম এন ইউ রাজু, সিফাত তাহসিন প্রমুখ। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর। নির্মাতা বলেন, ‘এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। এ গল্পের মূল বক্তব্য হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।’ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অগ্নিশিখা’।