অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে দেশবাসীর আশীর্বাদ নিয়ে। জনগণ যেহেতু দেশের মালিক, সেহেতু তাদের আশীর্বাদপুষ্ট সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হবে, এমনটিই প্রত্যাশিত। কিন্তু নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকার সে সাহস দেখাতে পারছে না কেন, তা বড়মাপে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ও আলোচিত জাতীয় সংসদ নির্বাচন। মাত্র তিন মাস বাকি থাকলেও সরকার রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আস্থা তৈরি করতে যেমন পারেনি, তেমন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে গণভোট প্রশ্নে বল এখন সরকারের কোর্টে। আবার সরকার সে বল ঠেলছে দলগুলোর কোর্টে। রাজনীতিকদের অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ জল ঘোলা করতে চাইছেন। নিজেদের ক্ষমতা দীর্ঘ করাই তাদের লক্ষ্য। আবার কেউ কেউ নিজেদের আখের গুছিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বিএনপি-জামায়াত তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। এতে তৃণমূল পর্যায়ে নির্বাচনের আবহ তৈরি হলেও রয়ে গেছে নানা সংশয় আর সংকট। চট্টগ্রামে নির্বাচনি প্রচারে এক নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তোলপাড় তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। অন্যদিকে প্রার্থিতা ঘোষণা নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন। এসব কারণে তৃণমূলে নানা প্রশ্ন তৈরি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। বিশেষ করে গণভোট নিয়ে অযথা বিতর্ক পানি ঘোলা করার সুযোগ সৃষ্টি করছে। পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা এটিকে নিজেদের পুনর্বাসনের সুযোগ হিসেবে দেখছে। আমরা এ কলামে বারবার বলেছি জনগণই দেশের মালিক। গণভোট প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া হোক। জনগণের সরকার গঠন করে গণভোটের আয়োজন করা হোক। আমরা প্রথম থেকেই বলে আসছি দেশবাসী নির্বাচন চায়। গণভোট প্রশ্নে আপত্তি না থাকলেও আগে নির্বাচন হতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনেও করা যেতে পারে। নির্বাচনের আগে গণভোট হলে তার উদ্দেশ্য সম্পর্কে জনমনে প্রশ্ন উঠবে। এর উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দেবে। যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ