ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে স্থিতিশীল হয়নি। শীর্ষ কর্তাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়নি। বরং নানান ঘটনায় নতুন করে অনাস্থার পাল্লাই ভারী হচ্ছে। কদিন আগে একজন বহুল আলোচিত আসামিকে প্রিজন ভ্যানে মফস্বলের জেলে নেওয়ার সময় কজন পুলিশ সদস্য মহাসড়কের পাশে হোটেলে তার এক স্বজনের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেন। এসব ঘটনায় নতুন করে কালিমালিপ্ত হয় বাহিনীর মুখ। যথাযথ পেশাদারি দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারছে না এই বিশাল বাহিনী। ঘাটতি পূরণে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখতে হয়েছে সেনাবাহিনীকে। তারপরও চুরি-ডাকাতি, খুনখারাবি, অপহরণ-ধর্ষণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মব-সন্ত্রাস চলছেই। রাজধানী থেকে শুরু করে, জেলা-উপজেলা, পাড়া-মহল্লা-গ্রাম সমান নৈরাজ্যের কবলে। গতকালই বাংলাদেশ প্রতিদিনে ছাপা হওয়া কয়েকটা খবর ছিল এরকম- ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত। হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাজশাহীর পুঠিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একজন ভ্যানচালকের লাশ উদ্ধার। আরেকটা খবর- চাঁদপুরে চালকদের অস্বীকৃতিতে ভেস্তে গেল ট্রাফিক নিয়ম। শহর ও আঞ্চলিক সড়কে তীব্র যানজট। এর আগে রাজবাড়ীতে একটা বড় ঘটনা ঘটে। অপরাধী চক্র যেন দেশটিকে নৃশংসতার অভয়ারণ্যে পরিণত করতে চলেছে। অন্যদিকে সড়কমহাসড়কে অবৈধ যানবাহন ও বেপরোয়া চালকরা মগের মুল্লুক ভাবেন। উদ্বিগ্ন জনসাধারণ নিরাপত্তাহীনতার বোধে দগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু প্রতিকার হচ্ছে না। উল্টো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কেউ কেউ সাফাই গেয়ে বলছেন- আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি অনেকটাই ভালো; অনেক উন্নতি হয়েছে। তবে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন আক্ষেপের সুরে স্বীকার করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। তারা চেষ্টা করছেন, দ্রুত পরিস্থিতি উন্নতির। তাদের সবারই মনে রাখা উচিত বর্তমান পরিস্থিতিতে আত্মতুষ্টির সামান্য অবকাশও নেই। সামনে জাতীয় নির্বাচন। এই মহাযজ্ঞকে কেন্দ্র করে আরও কঠোর ও নি-িদ্র নিরাপত্তাব্যূহ রচনার প্রস্তুতি এখন থেকেই জোরদার করা উচিত। বিশৃঙ্খল জনতার উন্মত্ততা বন্ধ, কিশোর গ্যাং দমন, রাজনৈতিক সহিংসতা মোকাবিলাসহ সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে শতভাগ সক্ষম হতে হবে সব বাহিনীকে।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
আইনশৃঙ্খলা
পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ জরুরি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর