মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মাদারীপুর হেলথকেয়ার হাসপাতাল।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রবি সরকার (এমবিবিএস, মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ) এবং ডা. ফারজানা আক্তার সোহেলী (এমবিবিএস, গাইনী, বন্ধ্যাত্ব, চর্ম, যৌন ও অ্যালার্জি মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জন)।
মানব কল্যাণ সংগঠন মাদারীপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় পরিবারের জন্য ছাগল, সেলাই মেশিন, শীতবস্ত্র, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও কলম বিতরণ করে আসছে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে তারা সামাজিক কার্যক্রমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এসময় মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম রেজাউল হক, ডা. মেহেদী হাসান সোহেল, সাবেক বিজিবি সদস্য আবুল ফজল খান মানু, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ডাসার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খান মাসুদ এবং তারুণ্য পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।
মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির মাতুব্বর বলেন, সংগঠনটির স্লোগান “সর্বত্র সর্বদা মানব সেবায়”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল