নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁনপুর গ্রামের মোহাম্মদ ফুল মিয়ার ছেলে হাবিব প্রিন্স ও খালিয়াজুরী উত্তরপাড়ার ছাবিল মিয়ার ছেলে যুবলীগের নেতা কোলন মিয়া।
বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন।
পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হাবিব প্রিন্স ও কোলন মিয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকার যুবকরা মাদকের দিকে আকৃষ্ট হচ্ছিল এবং রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছিল। আটকের পর সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী তাদের।
ওসি মকবুল হোসেন আরও বলেন, পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে। মাদক নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
বিডি প্রতিদিন/এএম