ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২০১১ সালে প্রাণ হারানো কিশোরী ফেলানীর ছোট ভাই এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন। ফেলানীর ভাই গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন।
২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্ত হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য সারা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। ন্যায়বিচারের দাবিতে পরিবার তখন থেকেই লড়ে আসছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। তার ভাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দিচ্ছে—এটি আমাদের জন্যও গর্বের। আশা করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন যোগ্য সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হবেন।”
তিনি আরও যোগ করেন, “সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক