চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে অস্ত্রসহ আমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আমান হোসেনের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
আমান হোসেন ওই এলাকার নতুন পাড়ার আবুল হোসেনের ছেলে।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক বলেন, অভিযান পরিচালনা করে আমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘর তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। আমানের বিরুদ্ধে ভুজপুর ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক