যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর প্রথম বড় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ডেমোক্র্যাটদের জন্য সফলতার ইঙ্গিত দিয়েছে। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার রাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিক নিজেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন। নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে তরুণ নেতা।
পিটসবার্গ শহরের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট কোরি ও’কনর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টনি মোরেনোকে পরাজিত করে জয়ী হয়েছেন।
এছাড়া ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট গাজালা হাশমি। তিনি রিপাবলিকান জন রিডকে পরাজিত করে রাজ্যের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে এই পদে নির্বাচিত হয়েছেন।
একই সময়ে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ভোটে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেমেছে। এ নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে বড় প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।
বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার এই নির্বাচনী ফল ডেমোক্র্যাটদের জন্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে অনুপ্রেরণার উৎস হতে পারে। যদি তারা জয়ী হয়, তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরায় ডেমোক্র্যাটদের হাতে আসবে, যা ট্রাম্পের অভিবাসন, স্বাস্থ্যনীতি ও জাতীয় দিকনির্দেশনা বিষয়ক পরিকল্পনায় বড় বাধা সৃষ্টি করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল