কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একইসঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে আরও তিনজনকে।
সোমবার (১২ মে) বিকেলে এই ঘটনা ঘটে। অপহৃত তিন জেলে হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া এলাকার সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। গুলিবিদ্ধ হয়েছেন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
স্থানীয়রা জানান, ওই পাঁচ জেলে সবাই বাংলাদেশের জলসীমার ভেতরেই মাছ ধরছিলেন। স্থানীয় জেলেরা জানান, নাফ নদীর সাবরাং সীমান্ত এলাকায় একটি মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে গুলি চালায় আরাকান আর্মির সদস্যরা। এতে দুজন গুলিবিদ্ধ হন এবং অপর তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়। বাকি জেলেরা গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ