সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় জেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম ও সাধারণ ছাত্র-জনতার আয়োজনে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মিল্লাত জিম, মুখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন, শিফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের গণতন্ত্রের জন্য একটি বড় অর্জন। দেশ যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তির হাতে জিম্মি না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোনো গোষ্ঠী যদি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাহলে জনগণকেই তা রুখে দিতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ