খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলায় গরুর ঘাস খাওয়ার অভিযোগে শালিসি বৈঠকে দুপক্ষের হামলায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। ৮ জন আহত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় পৌরসভার ৬নং তৈচালা পাড়া ওয়ার্ডে জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক এক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক বিচার চলাকালীন দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাঅবস্থায় শুক্রবার ভোরে মোঃ আবুল কালাম (৫০) মারা যায়।
আহতরা হলেন, শাহিন আলম (৪১), সাদ্দাম হোসেন (৩৪), সাহাদাত হোসেন (২৮), সাফায়েত হোসেন (২৫), শারমিন আক্তার সুমি (২২) প্রত্যেকের পিতা সিরাজ মিয়া ও অপর প্রতিবেশি সাহাব উদ্দিন (৪০) পিতা সিরাজ মিয়া, তারা সকলে পৌরসভা তৈছালাপাড়ার বাসিন্দা।
রামগড় থানার ওসি মোঃ মাইনুদ্দিন জানান, দুপক্ষের মধ্যে সালিশি বৈঠকে সংঘর্ষে আবুল কালাম মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ