হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে মালতী রানী গোপ ও মনধীর গোপ নামে দুইজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া উত্তরহাটী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরহাটী গ্রামের বাসিন্দা মৃত ঠাকুরচাঁন গোপের স্ত্রী মালতী রানী গোপের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন মালতী রানী ও মনধীর গোপের থাকার বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে এসে পার্শ্ববর্তী পুকুর ও নলকুপ থেকে পানি এনে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।
খবরটি জানার পর আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ সহায়তার জন্য তাদের আবেদন করার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম