চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় পাখিভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মোহাম্মদজমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে সরোয়ার হোসেন (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম