গাজীপুর জেলার ১২ জন শহিদের পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী এই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা পরিষদ।
মঙ্গলবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের প্রতিটি প্রতিনিধি সদস্যের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এই অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'এই বীর সন্তানদের আত্মত্যাগ জাতির জন্য ছিল নতুন ভোরের সূচনা। তাদের রক্তের ঋণ কখনও শোধ হবার নয়। তবে তাদের পরিবারের পাশে থাকা আমাদের ন্যূনতম দায়িত্ব।'
তিনি আরও জানান, এর আগেও জেলা পরিষদের পক্ষ থেকে একই পরিবারগুলোকে এক দফা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। ফলে দুই দফায় এসব পরিবারকে মোট ২৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তিনি বলেন, 'এই অনুদান শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি এক নিঃশব্দ প্রতিজ্ঞা—যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের পরিবার কোনোদিন অবহেলিত হবে না। শহিদদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখাই আমাদের মূল লক্ষ্য।'
অনুষ্ঠানে শহিদদের স্মৃতি রোমন্থনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/মুসা