পাহাড়ে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসাবিকে এই শোভাযাত্রায় স্বাগত জানানো হয়েছে।
শুক্রবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জোন কমান্ডার লে. কর্নেল কাদেমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল