মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মো. জীবন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মো. মজিবুরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের নানা বাড়ির পাশে খেলাধুলা করছিল ৭ বছরের শিশু। এ সময় কৌশলে বাড়ির পাশের আড়ালে নিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায় যুবক জীবন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা ও নানী ছুটে আসলে শ্রমিক জীবন পালিয়ে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে স্বজনরা শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই শিশুর বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে। মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল মুন্সিগঞ্জে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, সোমবার দিবাগত রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে মঙ্গলবার ভোরে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার চাচা শ্বশরের বাড়িতে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তারে সক্ষম হন পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ