নিখোঁজ হওয়ার একদিন পর আতিয়ার নামে এক ভ্যানচালকের লাশ মিললো কলাগাছ বাগানে। আজ রবিবার দুপুরে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ছাতিয়ান-বাদিয়পাড়া মাঠের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিয়ার রহমান (২৮) গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।নিহতের স্ত্রী জুলেখা জানা, শনিবার দুপুরে আতিয়ার রহমান ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। সারা রাত তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
তিনি আরও জানান, আজ রবিবার সকালে ছাতিয়ান-বাদিয়পাড়া মাঠের একটি কলা বাগানে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা গাংনী থানা পুলিশ ও আমাদের খবর দেয়।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল খেকে নিহত আতিয়ারের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তাকে কি কারণে হত্যা করা হয়েছে এর কোনও ক্লু এখনও পাওয়া যায়নি। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ