মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় মটর শ্রমিক ইউনিয়নের নেতার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহতের নাম রফিকুল ইসলাম রোমান। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারলা গ্রামের বাসিন্দা আক্কাস মন্ডলের ছেলে।
নিহতের চাচা আফজাল মন্ডল জানান, আমার ভাতিজা মটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক ছিল। কোথায় কিভাবে মারা গেছে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। তবে শুনেছি আজ সোমবার সকালে জাগলা এলাকায় তার মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা হাসপাতাল মর্গে এসেছি।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী জানান, এলাকাবাসীর কাছে জানতে পেরে পুলিশ জাগলা চারা বটতলার পাশে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে তার মৃত্যু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএ