নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার বয়ারচরে ট্যাংকির ঘাটে পূর্ব শত্রুতা ও ঘাট দখলকে কেন্দ্র করে আবদুর রব ব্যাপারী ও ফরিদ কমান্ডের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরে ফরিদ সমর্থিতদের হামলায় আটজনকে কুপিয়ে জখম করেছে তারা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার এ ঘটনায় হাতিয়া থানায় এজাহারভুক্ত ২৪জন সহ ৩৫/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে দফায় দফায় হাতিয়া উপজেলার বয়ারচরের টাংকি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন- আবদুর রব ব্যাপারী (৫৫), মোতাহার মাঝি (৫০), নুর মোহাম্মদ (৩০), মোস্তু (৫০), মোস্তফা (৬৫), ইদ্রিস (৩৫), জামসেদ (৩২), আশরাফ (২৫)। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোতাহার মাঝি ও জামসেদ জানান, “কয়েক মাস যাবৎ বয়ারচরের বাসিন্দা, টাংকি ঘাট ও বাজারের ব্যবসায়ীদের চাঁদার জন্য চাপ দিতে থাকে ফরিদ বাহিনীর প্রধান ফরিদ ডাকাত। চাঁদা না দিলে তার বাহিনীর ডাকাতদল স্থানীয়দের উপর চালায় নির্মম অত্যাচার। ঘটনার দিন সকালে ফরিদ বাহিনীর প্রধান ফরিদের নেতৃত্বে কাশেম ডাকাত, খায়ের ডাকাত ও জীবনসহ ২৫/৩০ জন টাংকি ঘাটের ব্যবসায়ী আবদুর রব ব্যাপারীকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করে। এসময় তাকে রক্ষা করতে গেলে আরও ৮/১০ জনকেও কুপিয়ে জখম করা হয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, টাংকি ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দুই গ্রুপের বিরোধ ছিল। বিরোধের জের ধরে ঘাট এলাকায় আবদুর রব ব্যাপারী গেলে ফরিদের গ্রুপ অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন আহত হয়েছে। এডিশনাল এসপির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, আমরা ফরিদ বাহিনীর প্রধান ফরিদ ও তার লোকজনদের গ্রেফতারের জন্য কাজ চলছে। টাংকি বাজার পুলিশ ক্যাম্পটি চালুর বিষয়ে অতিরিক্ত পুলিশ চেয়েছি। যেহেতু এই ক্যাম্পে পুলিশের থাকার ব্যবস্থা নিরাপদ নয়। তাই আপাতত মোর্শেদ বাজার ও চেয়ারম্যান ঘাট ক্যাম্পে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে আইনশৃংখলা রক্ষায় কাজ করছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং এজাহার নামীয় ২৪ জন সহ আরও ১০/১২জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ