কুষ্টিয়ার কুমারখালীতে বৃদ্ধের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির (পুরুষ) নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙি ও সাদা পাঞ্জাবি। ওসি জিয়াউর রহমান বলেন, নিহতের পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে।