কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : কুমারখালীতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৮৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, পিঁয়াজ, ডাল, তেল, সবজিসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া : রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরাইলে ৭৩০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা একরাম হোসেন। এদিকে নবীনগরে ৫ হাজার ১৯৫ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।