রংপুরে বিএনপির প্রতীক ধানের শীষের প্রচারে মিছিল এবং রাষ্ট্রকাঠামো মেরামতে ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য ডা. নিখিল চন্দ্র গুহ, নুরুন্নবী চৌধুরী মিলন, জহির আলম নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, যার নামে কোনো মামলা, চাঁদাবাজির অভিযোগ নেই, যিনি সাধারণ মানুষের বিপদ-আপদে সর্বদা থাকেন এমন কাউকেই সংসদে পাঠাতে চায় সাধারণ মানুষ। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। আগামী নির্বাচনে তাকে যেন রংপুর-৩ সদর আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়, এটাই দাবি।
এরপর ব্যানার-ফেস্টুন, ধানের শীষ নিয়ে সহস্রাধিক নেতাকর্মী বাদ্যযন্ত্রের তালে তালে প্রচার মিছিলে অংশ নেন। মিছিলটি গ্রান্ড হোটেল মোড় থেকে সালেক পাম্প, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্ত্বর, সিটি বাজার হয়ে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। এ সময় পথচারীসহ নগরীর ব্যবসায়ীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।