মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে পালানোন সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সফিকুল ইসলাম বলেন, কুচিয়ামোড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি বাস সামনে যানজটে আটকা পড়া ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় পথচারী হালিমা (৬১) আহত হন।