প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। গতকাল জোহরের নামাজের পর স্থানীয় একটি মাদ্রাসায় তার স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির স্ত্রী রোকেয়া রহমানের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।