ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে সহকারী ট্রেনচালকের লাশ। এ ছাড়া চার জেলায় পাওয়া গেছে আরও পাঁচজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় দরজা ভেঙে নিজ বাসা থেকে সহকারী ট্রেনচালক এনামুল হকের (৪৭) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসায় বৃহস্পতিবার রাতে লাশটি পাওয়া যায়। এনামুল কুষ্টিয়ার মীরপুরের লুৎফুর রহমানের ছেলে। আখাউড়া রেলওয়ে লোকোসেড সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাত ১০টা থেকে ১৫ জুলাই ভোর ৬টা পর্যন্ত ডিউটি করেছেন এনামুল। এরপর আর কর্মস্থলে আসেননি। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও তার সঙ্গে থাকতেন না। তার কোনো সন্তানও নেই। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, এনামুল একাই ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে বাসার দরজা বন্ধ ও ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় জানান। পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মাদারীপুর : মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে বৃহস্পতিবার নয়ন হাওলাদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নয়ন শহরের আসমত আলী খান সড়কের মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। শাওন সরদারকে জেলহাজতে পাঠানো হয়েছে। হবিগঞ্জ : মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের পাশে গতকাল এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ওসমান মিয়া (৩০) উপজেলার রাজাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে। গাইবান্ধা : সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় লেক থেকে গতকাল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখে ৯৯৯ এ ফোন দেন।