চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলমডাঙ্গার হারদি ইউনিয়নের খালপাড়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত চলে এ নির্যাতন। নির্যাতিত যুবকের নাম বজলু ফারাজী (৩৫)। তিনি কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার বজলু পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হারদি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে চুরি করতে এলে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। তাকে কেউ কেউ মারধর করেছে বলে শুনেছি। সকালে বিষয়টি জানার পর ফাঁড়ি পুলিশকে খবর দিই।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের একটি বাড়িতে উঁকিঝুঁকি মারার সময় বজলুকে আটক করে কাল হোসেন নামের এক ব্যক্তি। এ সময় বজলুকে গ্রামের এক নারীর পোশাক (ম্যাক্সি) পরিহিত অবস্থায় পাওয়া যায়। পরে কালুর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বজলুকে গ্রামের একটি কাঁঠাল গাছে বেঁধে নির্যাতন চালায়।