জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৪ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।