ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ার নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোরে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন। আটক ব্যক্তিকে জব্দ মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে একজন নাইজেরিয়ান এবং তার আগে সুদানি এক নারী ও জাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি।