নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগ সহসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ঢাকার কেরানীগঞ্জ থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম। তিনি জানান, গ্রেপ্তার আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা ও নাশকতা মামলার আসামি। তিনি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন খবরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।