নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকালে চামটা মৎস্যজীবীপাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুনের (১২) মধ্যে মাছ ধরা নিয়ে সংঘর্ষ হয়। পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে তাকে মারপিট করা হয়েছে বলে জানায়। এর জেরে গতকাল সকালে বাজারে যাওয়ার সময় নাসিমা বেগমকে নদীর বাবা মতিন খাঁ ও তার লোকজন মারধর করে। খবর পেয়ে নাসিমার স্বজনরা তাকে উদ্ধারে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের ১৭ জন আহত হন।