খুলনা বিভাগের ১০ জেলায় দরিদ্র রোগীদের জরুরি চিকিৎসায় বিনামূল্যে হেলিকপ্টার পরিষেবা চালু করেছে বেসরকারি সংস্থা আদ্-দ্বীন ফাউন্ডেশন। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- ডা. শেখ মহিউদ্দিন, ড. আবদুল মজিদ, আজাহারুল ইসলাম, ডা. মাসুদুর রহমান, এমডি মুয়াজ রাকিন প্রমুখ।