রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিলাদ শেষে বিতরণ করা মিষ্টি খেয়ে শিশু-বৃদ্ধসহ অন্তত ১৫ জন অসুস্থ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বহরপুর উত্তরপাড়ায় শুক্রবার রাতে এ মিষ্টি বিতরণ করা হয়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে চারজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থরা জানান, শবে বরাতের নামাজ শেষে তারা মুসল্লিদের জন্য জিলাপি প্যাকেট করছিলেন। এ সময় তাদের চমচম মিষ্টি খেতে দেওয়া হয়। মিষ্টি খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এ মিষ্টিতে হয়তো এমন কিছু ছিল যা খাওয়ার পর ব্রেনের ওপর প্রভাব পড়েছে। মিষ্টি সংরক্ষণ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।