মেহেরপুরের গাংনীতে দুটি ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ফোর স্টার ইটভাটা মালিক একলাছুর রহমানকে ১০ হাজার টাকা এবং বলাকা ইটভাটা মালিক আহসান হাবীবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।