বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজকে বস্ত্র অধিদপ্তরে অন্তর্ভুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আজ থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। কলেজ ক্যাম্পাসে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে গেলেও কোনো শিক্ষার পরিবেশ তৈরি হয়নি এখানে। দেশে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১০টি কলেজের নয়টিই বস্ত্র অধিদপ্তরের আওতাধীন। শুধু ‘নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ’ এখনো তাঁত বোর্ডের অধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নরসিংদী টেক্সটাইলকে বস্ত্র অধিদপ্তরে না দিয়ে শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের অপচেষ্টা করছে।