হবিগঞ্জে ছাদ থেকে পড়ে সবুর আলী (৩৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার ভাদৈ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। মৃত সবুর সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের মৃত সাজেক আলীর ছেলে। সবুর ওই অফিসে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সবুর সোমবার রাতে সদর উপজেলার ভাদৈ এলাকার সাব-রেজিস্ট্রার অফিসে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। এ সময় তৃতীয় তলার একটি ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গতকাল ভোরে তার মৃত্যু হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।