নাগরপুরে পূর্ব বিরোধের জেরে এম এ মতিন ছামি (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার ভারড়া ইউনিয়নের শাহজানী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মতিন ছামি দুপুরে বাজারে যাওয়ার সময় বিবাদী আবদুর রহমান মোল্লা, আবদুর সাত্তার, নাছির উদ্দিন ও কাদের সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তারা নগদ টাকা লুট ও খুনের হুমকি দেয়। নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।