তারুণ্যের উৎসবে মেতেছেন পঞ্চগড়ের তরুণরা। মাসব্যাপী এ উৎসবে হাজার হাজার তরুণের অংশগ্রহণ ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে। পঞ্চগড় জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসবে মোট ২৫টি ইভেন্ট আয়োজন রয়েছে। গত ১৮ ডিসেম্বর এ উৎসব শুরু হয়। ২৫টি ইভেন্টের মধ্যে প্রত্যেক উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা হাজার হাজার দর্শক উপভোগ করেছেন। প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলায় কেমন চাই আগামীর বাংলাদেশ শিরোনামে তরুণদের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে কর্মশালা। শুরু হয়েছে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি কার্যক্রম। ২৫ জানুয়ারি এ উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।