সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে। তারা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলার হাঁটুভাঙা গ্রামের কাবিলুর রহমান সোহেল (২৪), মিনহাজ উদ্দিন মাহিন (২০), সায়মন আহমদ (২০), মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁওয়ের সিজিল চৌধুরী। পুলিশের দাবি, এরা নাশকতার পরিকল্পনা নিয়েছিলেন। গতকাল আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইজগাঁও রেলস্টেশন ও উপজেলা পরিষদ, শাহজালাল সার কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতার পরিকল্পনা নিয়েছিলেন।