টানা সাত কার্যদিবস দরপতনের পর শেয়ারবাজারে কিছুটা উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। গতকাল বেড়েছে মাত্র ১২ পয়েন্ট। সাত দিনে সূচক কমেছে ২৬২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমেছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৪৪টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৬ কোটি ৩৩ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্টের শেয়ার। ৪৭ টাকা ৪০ পয়সা থেকে কমে ৪৬ টাকা ৬০ পয়সায় কোম্পানিটির ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪ লাখ টাকার। ১৪ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৪ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৮টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৫১ লাখ টাকা।