বাগেরহাটে নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা প্রদানের পাশাপাশি নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছেন তাঁরা। গতকাল বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম এ কথা জানান। এর আগে দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক ও বাগেরহাট পৌর বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের বাড়িতে যান। এ সময় তিনি নিহত ব্যক্তির স্ত্রী, দুই মেয়ে ও মাকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করেন। এ ছাড়া এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সব দায়িত্ব পালনের কথা জানান। পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারের পাশে এসেছি। তাঁদের পক্ষ থেকে বাহক হিসেবে আমি এখানে এসেছি।’ এ সময় তিনি নিহত সাংবাদিক হায়াতের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান। ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ অক্টোবর তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন মাদক নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যা করেছেন।
শিরোনাম
- ২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- সরকার ঘোষিত তারিখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা
- আলোচনা ছেড়ে অভিনয়ে মিষ্টি জান্নাত
- তদবিরেও মেলে না ময়নাতদন্ত রিপোর্ট
- চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩ অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
- সম্পর্ক জোরদারে কাবুলে ফের দূতাবাস খুলছে ভারত
- রাজধানীতে প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক
- আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে : গোলাম পরওয়ার
- আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ : আমান উল্লাহ
- কঠিন চীবর একটি ত্যাগের ব্যাপার : আমির খসরু
- কুমিল্লা বিভাগ ঘোষণা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি
- পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে
- জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান নিয়ে জরুরি ৫ প্রশ্নের উত্তর
- স্কোরসেসিকে নিয়ে তথ্যচিত্রে উঠে আসবে অজানা গল্প
- জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা–মরার প্রশ্ন : মামুনুল হক
- পাকিস্তান সফরে মাফাকাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
- ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব